Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

”এক নজরে মেহেরপুর জেলা কারাগার”

কারাগার স্থাপনা: ১৯৮৬ খ্রি:

জমির পরিমাণ:  

           ক) কারাগারের অভ্যন্তরে - ৩.২৫ একর

          খ) কারাগারের বাহির-          ৪.২৫ একর

                                             মোট- ৭.৫০ একর

কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস:

১৯৮৬ সালে মেহেরপুর জেলা উপ-কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে মেহেরপুর জেলার কোর্ট মোড় থেকে প্রায় ১  কিলোমিটার দূরে আমদহ ই্উনিয়নের  রা্ইপুর গ্রামে অবস্থিত। অত্র কারাগারে বর্তমানে বন্দির ধারণ ক্ষমতা পুরুষ ১৮০ জন এবং মহিলা বন্দি ধারণ ক্ষমতা ২০ জন। কারাগারটি মোট ধারণ ক্ষমতা ২০০ জন।