”এক নজরে মেহেরপুর জেলা কারাগার”
কারাগার স্থাপনা: ১৯৮৬ খ্রি:
জমির পরিমাণ:
ক) কারাগারের অভ্যন্তরে - ৩.২৫ একর
খ) কারাগারের বাহির- ৪.২৫ একর
মোট- ৭.৫০ একর
কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস:
১৯৮৬ সালে মেহেরপুর জেলা উপ-কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে মেহেরপুর জেলার কোর্ট মোড় থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আমদহ ই্উনিয়নের রা্ইপুর গ্রামে অবস্থিত। অত্র কারাগারে বর্তমানে বন্দির ধারণ ক্ষমতা পুরুষ ১৮০ জন এবং মহিলা বন্দি ধারণ ক্ষমতা ২০ জন। কারাগারটি মোট ধারণ ক্ষমতা ২০০ জন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS