Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মেহেরপুর কারাগারের তথ্য বাতায়নে স্বাগতম।কারাগারে আটক বন্দির অসুস্থতার কথা বলে বিকাশ, রকেট, নগদ বা যে কোন ব্যাংকে অর্থ গ্রহণ করা হয় না।সরকারী নিয়ম অনুযায়ী চিকিৎসা প্রদান করা হয়। কেউ এ ধরনের কারাগারের পরিচয় দিয়ে অর্থ চাইলে আইন শৃংঙ্খলা বাহিনীকে বা অত্র দপ্তরে যোগাযোগ করার জন্য বলা যাচ্ছে।


At a glance

”এক নজরে মেহেরপুর জেলা কারাগার”

কারাগার স্থাপনা: ১৯৮৬ খ্রি:

জমির পরিমাণ:  

           ক) কারাগারের অভ্যন্তরে - ৩.২৫ একর

          খ) কারাগারের বাহির-          ৪.২৫ একর

                                             মোট- ৭.৫০ একর

কারাগারের সংক্ষিপ্ত ইতিহাস:

১৯৮৬ সালে মেহেরপুর জেলা উপ-কারাগার হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি বর্তমানে মেহেরপুর জেলার কোর্ট মোড় থেকে প্রায় ১  কিলোমিটার দূরে আমদহ ই্উনিয়নের  রা্ইপুর গ্রামে অবস্থিত। অত্র কারাগারে বর্তমানে বন্দির ধারণ ক্ষমতা পুরুষ ১৮০ জন এবং মহিলা বন্দি ধারণ ক্ষমতা ২০ জন। কারাগারটি মোট ধারণ ক্ষমতা ২০০ জন।